বাংলায় নিষিদ্ধ হচ্ছে তামাকজাত দ্রব্য

তামাকজাত জিনিস কেনাবেচা নিষিদ্ধ করল রাজ্য সরকার। সোমবার রাতেই এই নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। নির্দেশিকায় লেখা আগামী ৭ নভেম্বর থেকে রাজ্যে গুটখা, পানমশলা সহ যেকোনও তামাকজাত জিনিস উৎপাদন, বিক্রি, রফতানি, সংরক্ষণ সব বন্ধ। আগামী ১ বছরের জন্য জারি এই নির্দেশিকা।

আর সেই নির্দেশিকায় সম্মতি দিয়েছেন রাজ্যের পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা দফতরের ডিরেক্টর তপনকান্তি রুদ্র। ২০১৬ সালে খাদ্য সুরক্ষা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০১৯ সালে এই সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল সরকার। সেই নির্দেশিকা ১ বছর জারি ছিল। প্রতিবছর একটি সমীক্ষা চালায় রাজ্য সরকার। সমীক্ষায় দেখা হয়, বাংলার কত শতাংশ মানুষ তামাকজাত দ্রব্য সেবন করেন। ২০১৯ সালের হিসেবে সেখানে দেখা গেছে ২০ শতাংশ মানুষ তামাকদ্রব্য সেবন করেন।

Comments are closed.