জামাই আদরে এবার অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকারের পঞ্চায়েত দফতর। Whatsapp করলেই দুয়ারে পৌঁছে যাবে খাবার। শাশুড়ি মায়েদের খাটুনি কিছুটা কমবে। ৫ জুন, রবিবার জামাইষষ্ঠী। এই একটা দিন জামাইদের ব্যাপার স্যাপারই আলাদা। বছরের বাকি দিন শ্বশুর বাড়িতে আদর পেলেও এই দিনটা যেন বিশেষ। সকাল থেকেই শ্বাশুড়ি মা হেঁসেলে কোমর বেঁধে শুরু করে দেন জামাই আদরের প্রস্তুতি। পাঁচ রকম ভাজা থেকে শুরু করে জামাইয়ের পছন্দের হরেকরকম পদ। কিন্তু বর্তমান ব্যস্ত জীবনে অনেক ক্ষেত্রেই জামাইকে আপ্যায়ন করতে রেস্তোরাঁ বা হোম ডেলিভারি থেকেও বিভিন্ন পদ অর্ডার করে থাকেন শ্বাশুড়ি মায়েরা।
এবার সেই সুযোগই নিয়ে এল পঞ্চায়েত দফতরের অধীনস্ত ‘ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেন্সিভ এরিয়া ডেভলপমেন্ট কর্পোরেশন’। ৮২৪০৬২২৩৪৬, ৯৭৩৪৩৯৯৯১৫, ৮১৭০৮৮৭৭৯৪ এই তিনটে নম্বর বাড়ি বসেই জামাইষষ্ঠীর দিন খাওয়ার অর্ডার করতে পারবেন আপনি। ৩ জুন পর্যন্ত অর্ডার করা যাবে বলে জানানো হয়েছে। মাত্র ৫০০ টাকার বিনিময়ে পেয়ে যাবেন মহাভোজ।
বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৫০০ টাকার দুটি আলাদা কোম্ব থালি থাকছে। একটিতে থাকবে, কড়াইশুঁটি দেওয়া গন্ধরাজ ভাত, সেই সঙ্গে ইলিশ পাতুরি, ঝাড়গ্রামের বনমুরগির মাংস, আনারসের চাটনি এবং শেষ পাতে একটি শক্তিগড়ের ল্যাংচা। দ্বিতীয় থালিটায় থাকছে, কড়াইশুঁটি দেওয়া গন্ধরাজ ভাত, গলদা চিংড়ির মালাইকারি, ঝাড়গ্রামের পাঠার মাংস এবং আনারসের চাটনি, শক্তিগড়ের ল্যাংচা। সেই সঙ্গে ইলিশ পাতুরি, গলদা চিংড়ির মালাইকারি, ঝাড়গ্রামের বন মুরগির মাংস বা পাঠার মাংস আলাদা করে অর্ডার করা যাবে। তবে অর্ডার বাতিল করতে হলে তা ২৪ ঘন্টা আগে জানাতে হবে। অনলাইন এবং ক্যাশ অন ডেলিভারি দু’ভাবেই টাকা দেওয়া যাবে।
Comments are closed.