‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’, গান পৌঁছেছে বিশ্বের কয়েক মিলিয়ন মানুষের কাছে, চিনুন বাংলা গ্রামের বাদামওয়ালাকে

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। নিজের সুর ও কথায় গান গেয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলেন এক বাদাম বিক্রেতা। সারা বিশ্বে কয়েক মিলিয়ন দেখে ফেলেছেন এই গান। ফেসবুক, ইউটিউব সর্বত্রই ঘোরাফেরা করছে এই গান।

নিমেষেই বিখ্যাত হয়ে গেছেন ভুবন বাদ্যকর। বীরভূম জেলার দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি। স্ত্রী, সন্তানদের নিয়ে থাকেন খড়ের বাড়িতে। তিনি জানিয়েছেন, গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে বাদাম বিক্রি করতে যাওয়ার সময় একটি ছেলে সেটি মোবাইল বন্দী করেন। এরপরেই জানতে পারি আমার গান সবার কাছে প্রিয় হয়ে উঠেছে। সুযোগ পেলে আরও কিছু ভালো গান শোনাব। একটি পুরনো মোটর সাইকেলে করে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করতে যান তিনি। মাঝের মধ্যে চলে যান পাশের রাজ্য ঝাড়খণ্ডেও। সবথেকে মজার ব্যাপার এই বাদামের জন্য কোনও টাকা নেননা তিনি। পুরোনো মোবাইল ভাঙা, সিটি গোল্ডের চুরি, মালা, হাঁসের পালক ইত্যাদির বিনিময়ে তিনি মানুষকে বাদাম দেন। আর যেসব জিনিসের বিনিময়ে তিনি বাদাম বিক্রি করেন, সেইসব জিনিসের নাম রয়েছে তাঁর গানের কথায়।

ভুবন বাদ্যকরের কথায় কোনওদিন গান শেখেননি। বিগত ১০ বছর ধরে এইভাবেই বাদাম বিক্রি করছি। গ্রামের বাসিন্দাদের কথায়, আমাদের গ্রামের একজন বাদাম বিক্রেতার গান বিশ্বের কয়েক মিলিয়ন মানুষের ভালো লেগেছে জানতে পেরে ভালো লাগছে। আমাদের ছোট্ট গ্রামে এমন এক প্রতিভা লুকিয়ে রয়েছে।

সম্প্রতি কয়েকটি গান করে ভাইরাল হয়েছেন রতন কাহার, রাণাঘাটের রানু মণ্ডল, ছত্তিসগড়ের শুকমার বাসিন্দা সহদেব দিরদো। এবার সেই তালিকায় যোগ হল আরও এক নাম বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।

Comments are closed.