শরদের সঙ্গে সাক্ষাৎ, বৈঠক শিল্পপতিদের সঙ্গেও; একনজরে মুখ্যমন্ত্রীর সফরসূচি 

মঙ্গলবার সন্ধ্যায় মুম্বই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর মুম্বই সফরের দ্বিতীয় দিনেও এক গুচ্ছ কর্মসূচি রয়েছে বলে খবর। যার মধ্যে অন্যতম বর্ষীয়ান রাজনীতিক শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক। এছাড়াও সারাদিন মুখ্যমন্ত্রীর কোন কোন কর্মসূচি রয়েছে, দেখা নেওয়া যাক এক নজরে। 

তৃণমূল সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ মহারাষ্ট্রের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, এই অনুষ্ঠানের আয়োজক জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নি। মুখ্যমন্ত্রীর গত দিল্লি সফরে তাঁর সঙ্গে গিয়ে দেখা করেছিলেন জাভেদ আখতার এবং সুধীন্দ্র কুলকার্নি। বাজপেয়ী এবং আদবাণী ঘনিষ্ঠ কুলকার্নি তৃণমূলে যোগ দিতে পারেন এমন একটা জল্পনা রাজনৈতিক মহলে ছড়িয়েছে। 

বিশিষ্ঠ নাগরিকদের সঙ্গে কথা শেষে মুখ্যমন্ত্রীর শরদ পাওয়ারের বাড়ি যাওয়ার কথা। যে বৈঠকের দিকে তাকিয়ে দেশের রাজনৈতিক মহল। এই বৈঠক শেষে দু’পক্ষের তরফে কী বক্তব্য রাখা হয় সেদিকেও তাকিয়ে রাজনৈতিক কারবারিরা। 

পাশাপাশি এদিনই দেশের একাধিক বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন। বাংলায় আসন্ন শিল্প সম্মেলনে তাঁদের আমন্ত্রণ জানাবেন মমতা। 

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় মুম্বই পৌঁছে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান তৃণমূল নেত্রী। এরপর শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধ্বব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করেন তিনি।   

Comments are closed.