বাংলায় টুইট করে নতুন বছরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, আগামী দিনে আনন্দে কাটুক, জানালেন মুখ্যমন্ত্রী

১৪২৮ কে বিদায় জানিয়ে নতুন বছর ১৪২৯ এসেছে। নতুন বছরে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। বাংলায় টুইট ককরে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পোস্ট করেন, পয়লা বৈশাখের শুভেচ্ছা। বিশেষ এই অনুষ্ঠান বাঙালির সংস্কৃতিকেই প্রকাশ করে। আমি আশা করি আগামী বছর আনন্দ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। আমাদের সব ইচ্ছা পূরণ হোক। শুভ নববর্ষ।’

https://twitter.com/narendramodi/status/1514798813470371845?t=lM8-QNRMh0R3ZLjIsoaxhQ&s=19

এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইটে লেখেন, শুভ নববর্ষ, ১৪২৯। নববর্ষে শুভ আনন্দে জাগো। সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সুস্থ থাকুন, ভাল থাকুন, আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক।

https://twitter.com/MamataOfficial/status/1514797915189149698?t=qkZYDN-4RZiiZV3asP9wMQ&s=19

বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি লিখেছেন, নতুন বছর আপনার ও আপনার পরিবারের জন্য সুখ, সমৃদ্ধি বয়ে আনুক।

করোনার ভয় কাটিয়ে উৎসবে মেতেছে গোটা বাংলা৷ মন্দিরে মন্দিরে উপচে পড়ছে ভিড়। হালহাতার পুজো করতে সকাল সকাল কালীঘাট থেকে লেক কালীবাড়ি ভিড় জমান ব্যবসায়ীরা।

Comments are closed.