বাংলার ৩ কন্যার হাত ধরে বিশ্বকাপ জয় ভারতের, টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই বছর প্রথম শুরু হয়েছে মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। আর প্রথমবারই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস করেছে দেশ। শুভেচ্ছা জনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটে তিনি লিখেছেন, ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন।  মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে কী দুর্দান্ত জয়! তিনি আরও লেখেন, এটা শুরু হল, আমি নিশ্চিত যে ভারতের এই দল সামনের দিনগুলিতে আরও ভালো ফল করবে।

দক্ষিণ আফ্রিকায় আয়োজিত অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের কন্যারা ইংল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে। এই ক্রিকেট টিমে রয়েছে বাংলার ৩ কন্যা। দলে রয়েছেন হাওড়ার বালিটিকুরির ব্যাটার হৃষিতা বসু।  ম্যাচের সেরা হয়েছেন হুগলির বাসিন্দা তিতাস সাধু। জয়ের খবর পাওয়ার পরই তাঁর বাড়ির সামনে এখন বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন পড়শিরা। শিলিগুড়ি শহরের হাতি মোড়ের বাসিন্দা রিচা ঘোষ। ভারতের জয়ের পরে উল্লাসে ফেটে পড়লেন বাড়ির সবাই।

ভারতের জয়ের পর  টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি লিখেছেন, ‘ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা। দেশের মহিলা ক্রিকেটের ক্ষেত্রে এটা একটা অনেক বড় সাফল্য। আশা করছি, আগামীদিনে দেশের মহিলা ক্রিকেট আরও উচ্চতর পর্যায়ে পৌঁছবে।

Comments are closed.