কাজ শেষ, চলতি বছর থেকেই কি শুরু হচ্ছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা? 

ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ প্রায় শেষ। মেট্রো রেল সূত্রে তেমনটাই খবর। মেট্রো রেলের একাংশের তরফে জানা গিয়েছে, সব ঠিক থাকলে চলতি বছরেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।

দেশের মধ্যে প্রথম জলের তলা দিয়ে মেট্রো চলবে কলকাতায়। যা নিয়ে ইতিমধ্যেই কলকাতাবাসীর উৎসাহ তুঙ্গে। সেই সঙ্গে প্রতিদিনই হাওড়া ময়দান থেকে অগুনতি লোক কলকাতায় আসেন। যাত্রী পরিষেবা শুরু হলে, শিয়াদহের মতোই এই রুটও অন্যতম জনবহুল রুট হবে। এমনটাই আশা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সব মিলিয়ে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো শুরুর দিন গুনছে হাওড়াবাসী। 

এদিকে, সোমবার রুবি, নিউ গড়িয়া রুটে মেট্রোর চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন রেলওয়ে বোর্ড অফ সেফ্টির কমিশনার। রেলওয়ে সেফ্টি বোর্ডের সবুজ সঙ্কেত মিললেই নিউ গড়িয়া রুবি রুটে মেট্রো পরিষেবা খুব দ্রুতই শুরু হয়ে যাবে। এই রুটে ঠিক কবে পরিষেবা শুরু হতে পারে, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও, ওই রুটে যাত্রী পরিষেবা শুরু এখন শুধু সময়ের অপেক্ষা। এমনটাই দাবি, মেট্রো রেলের কর্তাদের। 

Comments are closed.