বাংলার “রোনাল্ডো”, ফুটবল নিয়ে জাগলিংয়ে যাদু দেখাচ্ছে হতদরিদ্র পরিবারের এই কিশোর

মেসি, রোনাল্ডোদের মতন ফুটবল নিয়ে যাদু দেখাচ্ছে ১৩ বছরের কিশোর, টাকার অভাবে নষ্ট হয়ে প্রতিভা

টাকার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিভা। একটি ফুটবল নিয়ে খুব সহজেই মেসি, রোনাল্ডোদের মতন জাগলিং করছে এক কিশোর। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ১৩ বছরের শাকিল আনসারির ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি ফুটবল নিয়ে বিশ্বের তাবড় তাবড় খেলোয়াড়দের মতন প্র্যাক্টিস করছে সে। চায়ের দোকানে কাজ করা এই কিশোর এলাকায় পরিচিত হয়েছে রোনাল্ডো নামে।

সামশেরগঞ্জের ফিল্ড এলাকার বাসিন্দা শাকিল আনসারি। চায়ের দোকানে কাজ করে কোনওরকমে পড়াশোনা চালায় সে। তাই ফুটবল তাঁর কাছে প্রিয় হলেও সেই খেলা তাঁর কাছে স্বপ্ন। কিন্তু প্রতিভার কখনও চাপা থাকে না। কোনও ফুটবলের কোনও শিক্ষাগুরু না থাকলেও অনায়াসেই একটি ফুটবল নিয়ে যে কোনও খেলা দেখাতে পারে সে। কখনও বলকে পা থেকে  কায়দা করে মাথায় তুলে ফেলে। আবার হাতের একটি আঙুলের মধ্যে বলকে রেখে ঘোরাতে পারে। তাঁর প্রতিভা এলাকাবাসীদের চোখ টেনেছে। অনেকে অন্য জায়গা থেকে তাঁর জাগলিং দেখতে আসেন। শাকিল জানিয়েছে, ফুটবল খেলতে ভালবাসি। মাঠে খেলতে ইচ্ছা করে। কিন্তু টাকা নেই, তাই পারছি না। বড় ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারছি না। পাড়ার মাঠে একজন কোচ খেলা শেখাতে আসতেন। আমি সেখান থেকেই এক ফাঁকে কিছুটা খেলা শিখে নিয়েছি।

শাকিলেরর পরিবারের এক সদস্য জানিয়েছেন, একটু ভালো জায়গা থেকে কোচিং নিতে পারলে বড় ফুটবলার হয়ে উঠতে পারে সে। বল পাশ কাটানো, শট করা, দূর থেকে গোল করা এসব কিছুতেই দারুণ প্রতিভা তাঁর। কাউকে ফুটবল নিয়ে বেরোতে দেখলেই দোকান না সামলে চলে যায় ফুটবল খেলতে। কিন্তু যদি টাকার সাহায্য পায় তবে একদিন বাংলার মুখ উজ্জ্বল করতে পারবে সে।

তাঁর জাগলিং করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে। নানা মন্তব্য করছেন অনেকে। কিন্তু আদৌ কি শাকিল মাঠে নামতে পারবে? দেশের মুখ উজ্জ্বল করতে পারবে কি বাংলার এই দরিদ্র পরিবারের সন্তান তা বলবে সময়।

Comments are closed.