লন্ডনের স্টেশনের নাম বাংলায়! ‘গর্ব বোধ করছি’, টুইট বাংলার মুখ্যমন্ত্রীর

লন্ডনের টিউবরেল হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলা লেখা। এটি গর্বের বিষয়। টুইট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার সকালে টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, ১০০০ বছরের পুরানো ভাষা বাংলা বিশ্বব্যাপী গুরুত্ব পাচ্ছে।

ওপর একটি টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, প্রবাসীদের সাংস্কৃতির দিকগুলকে গুরুত্ব দেওয়া দরকার। এটা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের জয়।

পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশন এলাকায় প্রচুর সংখ্যায় বাঙালি বাস করেন। এই স্টেশনের সংস্কারের কাজ চলছিল প্রায় এক বছর ধরে। এলাকায় বাঙালিরা দাবি জানিয়েছিলেন, স্টেশনের নাম বাংলাতেও লেখা থাকুক। এরপর বাঙালিদের দাবি মেনেই হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলাতেও লেখা হয়। স্টেশ্নের নাম বাংলার পাশাপাশি ইংরাজি হরফেও লেখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্টেশনের এই ছবি। এবার এই নিয়ে গর্ব বোধ করলেন মমতা ব্যানার্জি।

Comments are closed.