খোঁজ মিলেছে দেশের সবচেয়ে বড় সোনার খনির! অনুসন্ধান শুরু করছে বিহার সরকার 

দেশের সবচেয়ে বড় সোনার খনি পাওয়া গিয়েছে বিহারে! সংবাদসংস্থা সূত্রে এমনটাই জানা গিয়েছে। যা নিয়ে দেশজুড়ে তুঙ্গে আলোচনা।সম্প্রতি সেই ‘কুবেরে ধন’ পেতে খনি খননের সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। সে রাজ্যের মুখ্য সচিবের মন্তব্য থেকে এমনটা ইঙ্গিত মিলেছে। 

এক সময়ের মাওবাদী অধ্যুষিত বিহারের জামুড়িয়া জেলায় নাকি প্রায় ২৩ কোটি টন সোনা মজুত রয়েছে। যা দেশের মোট সোনার পরিমাণের ৪৪%। ওই অঞ্চলে সার্ভে করে এমনটাই জানিয়েছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। সোনার সঙ্গে সঙ্গে পাওয়া গিয়েছে ৩৭.৬ টন খনিজ আকরিকও। জিওলজিক্যাল সার্ভারে রিপোর্টের ওপর ভিত্তি করে বিহার সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই এলাকায় সোনার সন্ধান শুরু করা হবে। এ নিয়ে কেন্দ্রের সঙ্গেও একদফা আলোচনা হয়েছে। বিহারের মুখ্যসচিব হরজোৎ কউর সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজ্য সরকারের খনি ও ভূতত্ত্ব বিভাগের সঙ্গে কেন্দ্রের আলোচনা চলছে। 

উল্লেখ্য দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে সোনা মজুত নিয়ে নানান মহলে আলোচনা চলছিল। স্থানীয় লোকের মুখে মুখে প্রচলিত, ওই অঞ্চলে এতটাই সোনা মজুত রয়েছে যে, একসময় মাটি খুঁড়ে পিঁপড়েরা বেরিয়ে এলে তাদের মুখে হলুদ চকচকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যেত। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী এই বিপুল সোনা পাওয়া গেলে সত্যিই তা এক চমকপ্রদ অনুসন্ধান হবে। 

Comments are closed.