‘এনকাউন্টার’ মন্তব্য! বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহাকে শো কজ, নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব

তৃণমূলের অভিযোগের ভিত্তিতেই ধ্রুব সাহাকে শো কজ করার সিদ্ধান্ত হয়

এনকাউন্টার মন্তব্যের জন্য বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহাকে শো কজ করল নির্বাচন কমিশন। যদিও ধ্রুব সাহার মন্তব্যের পাঁশেই দাঁড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে নিজের বক্তব্যের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কদিন আগেই বীরভূমের নানুরে তৃণমূল নেতা শেখ আলমের পাকিস্তান মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। রবিবার শেখ আলমের মন্তব্যের নিন্দা করতে গিয়ে বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, এনকাউন্টার করা হবে। এই মন্তব্যের প্রতিবাদে কমিশনে যান তৃণমূল নেতারা। তারপরই নড়েচড়ে বসে কমিশন। সূত্রের খবর, তৃণমূলের অভিযোগের ভিত্তিতেই ধ্রুব সাহাকে শো কজ করার সিদ্ধান্ত হয়।

Comments are closed.