দুর্বল সংগঠনের কারণেই নির্বাচনে ব্যর্থ বিজেপি ; ‘সুকান্ত’ সংবর্ধনায় দাবি শুভেন্দুর

তৃণমূল নেতৃত্ব এতদিন কটাক্ষ করে এসেছেন বাংলায় বিজেপির কোনও সংগঠন নেই। আর এবার পরোক্ষ ভাবে কার্যত তেমনটাই স্বীকার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার রাজ্য বিজেপির তরফে নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সংবর্ধনা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা বুথ সংগঠন গড়তে না পারলে সরকারে যেতে পারবো না। বাংলায় পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, আমরা নির্বাচনী প্রচারে বাকিদের থেকে এগিয়ে থাকি, জম জমাট প্রচার করতে পারি। কিন্তু আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণেই নির্বাচনী রাজনীতিতে বিজেপি ধাক্কা খায়। সেই সঙ্গে এদিন তাঁর দাবি, প্রচুর মানুষ বিজেপিকে সমর্থন করেন, কিন্তু সংগঠন তৈরি না করলে সরকার গড়তে পারবো না।

নতুন রাজ্য সভাপতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি বলেন, আমায় উনি যেভাবে ব্যবহার করতে চাইবেন আমি সেভাবেই কাজ করবো।

বক্তব্য রাখতে গিয়ে এদিনও তৃণমূলকে তুলধনা করেন তিনি। রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা। তাঁর কটাক্ষ, ভবানীপুরের ভোটের দিকে নজর দিতে গিয়ে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন।

Comments are closed.