বিজেপি নেতাকে ‘কলঙ্কিত মাতাল’, ‘গরু পাচারকারী’ বলে আক্রমণ করে পোস্টার বনগাঁ লোকাল ট্রেনে

বিজেপি রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার দেখা গেল লোকাল ট্রেনে। শিয়ালদা বনগাঁ শাখার একাধিক লোকাল ট্রেনের কামরায় তাঁকে ‘কলঙ্কিত মাতাল’ বলে আক্রমণ করার পাশাপাশি তাঁকে ‘গরু পাচারকারী’ বলেও আক্রমণ করা হল।

পোস্টারে লেখা রয়েছে, ‘মদ্যপ লুচ্চা চিটিংবাজ অমিতাভ চক্রবর্তীর কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। রাজ্য বিজেপিকে বাঁচাতে গরু পাচারকারী সাধারন সম্পাদক অমিতাভ চক্রবর্তীর অপসারণ চাই। গরু পাচারকারী অমিতাভকে গ্রেফতার করতে হবে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজ করছে রাজ্যের শাসক দল। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরণের পোস্টারের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।

অন্যদিকে শনিবারই কলকাতায় পোর্ট ট্রাস্টের এক অতিথিশালায় বিজেপির বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে নিয়ে বৈঠকে বসতে চলেছে শান্তনু ঠাকুর। আর এদিনই অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে এই ধরণের পোস্টার পড়েছে। কিছুদিন আগে বিজেপির রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হয়েছিলে দলেরই একাংশ। ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন অমিতাভ চক্রবর্তী। এরমধ্যেই এবার তাঁকে ‘কলঙ্কিত মাতাল’ বলে আক্রমণ করার পাশাপাশি তাঁকে ‘গরু পাচারকারী’ বলেও আক্রমণ করা হল।

Comments are closed.