বিএসএফের এক্তিয়ার নিয়ে মন্তব্যের পরই অপর্না সেনকে ‘সন্ত্রাসজীবী’ আখ্যা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের

অপর্ণা সেনকে সন্ত্রাসজীবী বলে কটাক্ষ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিএসএফের এক্তিয়ার বাড়ানো নিয়ে অপর্না সেনের মন্তব্যের পর একটি টুইট করে সৌমিত্র খাঁ। সেখানে তিনি বলেন, বিপদের দিনে যাঁরা মানুষের পাশে থাকেন না, তাঁরা আর যাই হোক বুদ্ধিজীবী নয়। অপর্না সেনের ছবি পোস্ট করে তিনি লেখেন, তাঁরা সন্ত্রাসজীবী।

বিএসএফের এক্তিয়ার বাড়ানো নিয়ে একটি অনুষ্ঠানে অপর্না সেন অভিযোগ করে বলেন, বর্ডার পিলার থেকে যদি কাঁটাতার এতটা দূরে থাকে তাহলে তো চোরাচালান চলবে। বিএসফের উচিত আইবিপির কাছাকাছি থাকা । তারা যদি ৫০ কিমি ভেতরে চলে আসে তাহলে ওদিকে কী হচ্ছে, তা কী করে আটকানো যাবে। মাথায় ঢুকছে না।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, পঞ্জাব, অসম এবং পশ্চিমবঙ্গে সীমান্ত রক্ষী বাহিনীর অর্থাৎ বিএসএফের এক্তিয়ার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হবে। এই এলাকার মধ্যে তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করতে পারবে বিএসএফ। এর বিরুদ্ধে সরব হয় রাজ্য সরকার। তৃণমূল সরকারের পাশে দাঁড়িয়েছে সিপিএম ও কংগ্রেস। এই নিয়ে মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন বিমান বসু এবং অধীর চৌধুরী। রাজ্য সরকারকে সমর্থন জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিদ্বজ্জনদের একাংশ। তাঁদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন। এদিন অপর্না সেন বলেন, এটা বিশ্বাস করা কঠিন, প্রতিবছর দেড়শো জন বিএসএফের গুলিতে মারা যান। এর বিচার হচ্ছে না। বলা হচ্ছে আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। এমনটা হলে তাহলে দুই পক্ষের হতাহতের আশঙ্কা থাকে। এরপরেই অপর্না সেনকে কটাক্ষ করেন সৌমিত্র খাঁ। যদিও এই বিষয়ে অপর্ণা সেন বলেন, ওরা যা খুশি তাই বলতে পারেন। যেটা ঘটছে, সেটা নিয়েই মন্তব্য করছি।

Comments are closed.