কলকাতা ও হাওড়ায় আগে পুরভোট, প্রশাসনিক বৈঠক থেকে জানালেন মুখ্যমন্ত্রী 

কলকাতা ও হাওড়া কর্পোরেশনে আগে ভোট চায় রাজ্য।  বুধবার মধ্যগ্রামে প্রশাসনিক বৈঠক থেকে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, আগে কলকাতা এবং হাওড়ার ভোট হবে, এরপর করোনা পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে বাকি পুরসভাগুলির বকেয়া নির্বাচন করানো হবে। 

এদিন পুরপ্রশাসকদের কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক পুরপ্রশাসককে নিয়মিত এলাকা পরিদর্শনের নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে পৌরসভার কাজে গতি আনতে প্রতিটি পুরসভায় একজন করে পর্যবেক্ষক নিয়োগের কথা বলেন। প্রসঙ্গত, মেয়াদ শেষের পর প্রতিটি পুরসভার জন্য একজন করে পুরপ্রশাসক নিয়োগ করেছে রাজ্য সরকার। বর্তমানে পুরপ্রশাসকের নেতৃত্বে পুরবোর্ড মিউনিসিপ্যালিটির কাজ পরিচালনা করছে। প্রশাসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা ভালো কাজ করবে তাঁদের জন্য পুরস্কার। তবে কাজে গাফলতি থাকলে অন্য ব্যবস্থা নেবে সরকার।   

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর হাওড়া এবং কলকাতা কর্পোরেশনে ভোট হওয়ার কথা।  প্রশাসনিক মহলে এমনটাই জল্পনা। তবে সম্প্রতি পুর নির্বাচন নিয়ে একটি জনস্বার্থ মামলায় হাইকোর্টে রাজ্যের নির্বাচন কমিশন জানায়, মামলার নিষ্পত্তি না হলে এখনই নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে না কমিশন। কমিশনের এই বিবৃতির পর হাওড়া ও কলকাতার ভোট নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্যে স্পষ্ট, কলকাতা ও হাওড়ার ভোট শীঘ্রই হতে চলছে। 

Comments are closed.