পরপর বাতিল নাড্ডার সভা, দিল্লিতে জরুরি তলব

সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার চুঁচুড়ার জনসভা বাতিল হয়। এর আগে নাড্ডার শ্রীরামপুরে জনসভা ছিল, সেটিও বাতিল হয়। সোমবার বিজেপি প্রার্থী তথা সাংসদ লকেট চ্যাটার্জির সমর্থনে জনসভা করার কথা ছিল, কিন্তু বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়, দিল্লিতে জরুরি কাজের জন্য জনসভায় উপস্থিত থাকতে পারেননি বিজেপি সভাপতি।

সোমবার টালিগঞ্জে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এবং পায়েল সরকারের সমর্থনে রোড-শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। রোড-শো শেষে শ্রীরামপুর এবং চুঁচুড়ায় জনসভা করার কথা ছিল নাড্ডার।

[আরও পড়ুন- অফিসারেরা মোদী-শাহকেও মানছেন না! কাকে বোকা বানাচ্ছে BJP? কয়লা কাণ্ডে পাল্টা তোপ অভিষেকের]

শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা, চুঁচুড়া, উত্তরপাড়ার বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করার কথা ছিল তাঁর। সভা শুরুর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও জে পি নাড্ডা সভায় উপস্থিত না হওয়ায় শ্রীরামপুরের বিজেপির জেলা সভাপতি ঘোষণা করেন, নাড্ডা ফোনে অথবা অডিও বার্তায় বক্তব্য রাখবেন। এই ঘোষণার পরই সভা থেকে বিজেপি কর্মী সমর্থকরা বেরিয়ে যেতে শুরু করেন।

পরপর দুটি জনসভা বাতিল প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ, সভায় লোক না হওয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি কাজের অজুহাত দেখিয়ে দিল্লি পালিয়েছেন।

Comments are closed.