বিজেপিতে শুভেন্দুকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ, কী করবেন পদত্যাগী মন্ত্রী

বনগাঁর সভা থেকে মন্ত্রী শুভেন্দু অধিকারীর পদত্যাগের খবর নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলে স্বাগত জানালেন পদত্যাগী মন্ত্রীকে। কিন্তু শুভেন্দু কী করবেন?

সংবাদমাধ্যমকে দিলীপ বলেন, তৃণমূলের মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে। তৃণমূল শেষের দিকে যাচ্ছে। আর কিছুদিন বাদে পার্টিটাই থাকবে না। শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়াকে তৃণমূলের শেষের শুরু বলে ব্যাখ্যা করেন৷ জানান, শুভেন্দুর জন্য বিজেপির দরজা খোলা এবং অনেক তাবড় তৃণমূল নেতা বিজেপিতে যোগদানের জন্য মুখিয়ে রয়েছেন৷ তিনি বলেন, তৃণমূলে যোগ্য সম্মান না পেয়ে বহু নেতা দল ছাড়ছেন। তৃণমূল এখন সার্কাস পার্টিকে পরিণত হয়েছে। এরপর মমতা ব্যানার্জিকে নিশানা করে দিলীপের মন্তব্য, ‘ওখানে একজন মালিক, বাকিরা কর্মী। মালিকের কথাতেই পার্টি চলে। আর কর্মীরা সসম্মানে পার্টি করতে পারেন না।’ এরপরে যোগ করেন, তৃণমূল থেকে বহু নেতা বিজেপিতে এসেছেন। তাঁরা সসম্মানে দল করছেন। ভবিষ্যতে শুভেন্দু অধিকারী যদি আসতে চান, তাহলে তাঁকেও স্বাগত জানাবেন। সঙ্গে এও বলেন, ”শুভেন্দুবাবু আগে একাধিকবার বলেছিলেন কাজ করতে পারছেন না, এবার দল ছাড়লেন। এটাই তৃণমূলের শেষের শুরু। এবার একে একে বিজেপিতে যোগ দেবেন ওদের নেতারা।” তাহলে পদত্যাগী মন্ত্রী কী বিজেপিতে যোগ দিচ্ছেন, কী করবেন শুভেন্দু অধিকারী?

Comments are closed.