দিনহাটার ভোটে বিএসএফকে ব্যবহার করতে চাইছে বিজেপি, কমিশনে অভিযোগ তৃণমূলের

দিনহাটায় ভোট প্রচারে গিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। এবার এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর নির্বাচনী এজেন্ট পার্থপ্রতিম রায়। অভিযোগ জানানো হয়েছে কোচবিহারের জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকের দফতরেও। অভিযোগ,বিএসএফ জওয়ানদের রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চাইছে বিজেপি। ভোটের দিন বিএসএফ কোম্পানিকে নিয়োগ না করানোর অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার বুধবার দিনহাটায় প্রচারে গিয়ে বিজেপির বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতি কোচবিহারের কাঁকরিবাড়িতে বিএসএফের কার্যালয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের খবর নিমেষের মধ্যেই জানাজানি হয়ে যায়। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে বিএসএফ কর্তার বিরুদ্ধেও। এই নিয়ে একটি ফেসবুক পোস্টও করেন উদয়ন গুহ। তিনি লেখেন, বিজেপির নেতারা বিএসএফ মামাদের সঙ্গে দেখা করলেন। বললেন দিনহাটায় সাহায্য চাই মামা।

Comments are closed.