পাখির চোখ ভবানীপুর, সুস্মিতা দেবের বিরুদ্ধেও প্রার্থী দেবে না বিজেপি; ট্যুইটে জানালেন শুভেন্দু

রাজ্যসভার উপনির্বাচনে সুস্মিতা দেবের বিরুদ্ধে প্রার্থী দেবে না বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার একটি ট্যুইট করে দলের এই সিন্ধান্তের কথা জানান।

ট্যুইটে শুভেন্দু জানান, দলের এখন মূল লক্ষ্য ভবানীপুরের উপনির্বাচন এবং বাকি দুটি কেন্দ্রের নির্বাচন। পাশাপাশি তিনি এও বলেন, রাজ্যসভা নির্বাচনে ফলাফল আগে থেকেই নির্ধারিত।

একুশের বিধানসভা নির্বাচনে সবং থেকে তৃণমূলের টিকিটে লড়ে বিধায়ক হয়েছেন মানস ভূঁইয়া। যার জেরে রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন তিনি। তাঁর ছেড়ে যাওয়া পদে সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল।

এর আগেও দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনে প্রার্থী দেয়নি বিজেপি। তৃণমূল ওই আসনে প্রার্থী করেন প্রাক্তন আমলা জহর সরকারকে। তখনও শুভেন্দু ট্যুইটে জানিয়েছিলেন বিধানসভায় তাঁদের শক্তি কম থাকায় তাঁরা জহর সরকারের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন না।

এদিকে অর্পিতা ঘোষ রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়া তাঁর জায়গায় তৃণমূল কাকে প্রার্থী করে তা নিয়েও রাজ্য রাজনীতিতে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এক্ষেত্রে রাজনৈতিক মহলের একাংশের দাবি, বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছাড়লে তাঁকে অর্পিতার আসনে প্রার্থী করতে পারে তৃণমূল। যদিও অন্য এক পক্ষের দাবি রাজ্য মন্ত্রীসভায় বাবুলকে নিয়ে আসতে পারে ঘাসফুল শিবির।

Comments are closed.