সময় সব কিছুর জবাব দেবে, আয়কর ফাঁকির অভিযোগে নীরবতা ভাঙলেন সোনু সুদ

তাঁর বিরুদ্ধে ২০ কোটি টাকার ইনকাম ট্যাক্স ফাঁকির অভিযোগ এনেছে আয়কর বিভাগ। এবার এ নিয়ে মুখ খুললেন অভিনেতা সোনু সুদ।

ট্যুইটে সোনু লেখেন, সব সময় আত্মপক্ষ সমর্থনে কথা বলার দরকার পড়ে না, সময় সব কিছুর উত্তর দিয়ে দেবে। কারোর নাম উল্লেখ্য না করলেও অভিনেতার ট্যুইট যে গত কয়েকদিনের ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে করা তা স্পষ্ট। সোনু আরও লেখেন, আমি দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। আমার সংস্থার এক একটি টাকা দুর্গত মানুষের জন্য। আমি সব সময় চেষ্টা করেছি যাতে অন্তত একজন মানুষেরও প্রাণ বাঁচাতে পারি।

এখনেই না থেমে তদন্তকারী সংস্থাকে অভিনেতার খোঁচা, গত ৪ দিন কয়েকজন অতিথি এসেছিলেন, তাঁদের অভ্যর্থনায় ব্যস্ত ছিলাম। আবার আমি নিজের কাজে ফিরেছি। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ আমি বেছে নিয়েছি তা জারি থাকবে।

উল্লেখ্য, কয়েক দিন আগেই অভিনেতার বাড়ি এবং অফিসে ইনকাম ট্যাক্স হানা দেয়। টানা তিন দিন ধরে তল্লাশি চালান আয়কর আধিকারিকরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করার পরে সোনুর বাড়িতে আয়কর অভিযানের কারণে প্রশ্ন তোলে বিরোধীরা। বিরোধীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই সোনুর বাড়িতে এই এজেন্সি হানা।

এরপরে সোনু এবং তাঁর সংস্থার বিরুদ্ধে বিপুল টাকা আয়কর ফাঁকির অভিযোগ আনেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। অবশেষে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেতা।

Comments are closed.