বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ অব্যাহত

প্রার্থী বদলের দাবিতে তুলকালাম কান্ড বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে

সোমবারের মত মঙ্গলবারও কলকাতায় হেস্টিংসে বিজেপির নির্বাচনী অফিসের সামনে প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। প্রার্থী বদলের দাবিতে তুলকালাম কান্ড বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায়ও  সোমবারের মত বিজেপি সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন।  

এদিন মূলত ক্যানিং পশ্চিম, কুলপি, মগরাহাট, মন্দির বাজার সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক কেন্দ্রের প্রার্থী বদলের দাবি নিয়ে বিজেপির বুধ স্থরের কর্মীরা হেস্টিংস অফিসের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষুব্ধদের সকলের দাবি প্রায় এক। সদ্য তৃণমূল থেকে আসা দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের বিজেপির প্রার্থী করা হয়েছে। 

মগরাহাট পূর্বের প্রার্থী চন্দন নস্করকে বদলের দাবিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে এদিন মগরাহাট বাজারে বিক্ষোভ দেখান বিজেপি নেতাদের একাংশ। হুগলির চন্দননগর, সপ্তগ্রামের প্রার্থী নিয়েও বিক্ষোভ দেখা দিয়েছে দলীয় কর্মীদের মধ্যে। তৃণমূল থেকে সদ্য বিজেপিতে আসা দেবব্রত বিশ্বাসকে প্রার্থী করা যাবে না, সপ্তগ্রামে এই দাবিতে সেখানকার বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন।  

[আরও পড়ুন- শালবণিতে সুশান্ত, নন্দীগ্রামে মীনাক্ষি, ঝাড়গ্রামে মধুজা! মেদিনীপুর পুনরুদ্ধারে সিপিএমের ৩ ভরসা]

সবমিলিয়ে ভোটের মুখেই দফায় দফায় দলের একটা বড় অংশের প্রার্থী নিয়ে এই নজিরবিহীন বিক্ষোভ চিন্তায় ফেলেছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে। সোমবার ভোর রাত পর্যন্ত বৈঠকের পরেও এদিন ফের রাজ্য নেতৃত্বকে দিল্লি ডেকে পাঠিয়েছেন অমিত শাহরা।

Comments are closed.