ফের ধাক্কা বিজেপির, বনগাঁ পুরসভার ৪ দলত্যাগী কাউন্সিলার ফিরলেন তৃণমূলে, ফের সংখ্যাগরিষ্ঠ হল রাজ্যের শাসক দল
এবার বনগাঁ পুরসভার ৪ দলত্যাগী কাউন্সিলার ফিরলেন তৃণমূলে। বৃহস্পতিবার তাঁরা বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন। এর ফলে উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভায় ফের সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল।
লোকসভা ভোটের পর রাজ্যের কয়েকজন বিধায়ক এবং বেশ কয়েকটি পুরসভার কাউন্সিলার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যার জেরে কিছু পুরসভা হাতছাড়া হয়েছিল রাজ্যের শাসক দলের। এমনকী তৃণমূলের হাতছাড়া হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদও। কিন্তু গত এক মাসের মধ্যে দলত্যাগী বহু কাউন্সিলার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এলেন। এমনকী দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদও ফের দখলে নিয়েছে তৃণমূল। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভাতেও আস্থা ভোটে জিতেছে তৃণমূল।
বৃহস্পতিবার বনগাঁ পুরসভার ৪ দলত্যাগী তৃণমূল কাউন্সিলার ফিরলেন দলে। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে গিয়ে তাঁরা তৃণমূলে ফেরার কথা ঘোষণা করেন। বনগাঁ পুরসভায় মোট ২২ টি ওয়ার্ড রয়েছে। এই ৪ কাউন্সিলার ফের দলে ফিরে যাসায় এখন সেখানে তৃণমূলের কাউন্সিলার হলেন ১৪ জন। কাউন্সিলারদের যোগদানের পর ফিরহাদ হাকিম বলেন, যাঁরা তৃণমূলের সৈনিক ছিলেন তাঁদের কেউ কেউ ভয়ে, আক্রমণের মুখে পড়ে বা অন্য কোনও কারণে বিজেপিতে গিয়েছিলেন। তাঁদের সবাইকে দলে ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু বিশ্বাসঘাতকদের ফেরানো হবে না।