বিয়ে নিয়ে একের পর এক শর্ত চাপাচ্ছে বনি এবং কৌশানির পরিবার। দীর্ঘদিন ধরেই প্রেম করছেন টলিউডের এই নতুন জুটি, এই কথা কারো অজানা নয়। ছবিতে একাধিক বার একসাথে অভিনয় করার পাশাপাশি এই জুটি বাস্তবে প্রেমিক প্রেমিকা। মাঝে মাঝেই তার আভাসও মেলে সোশ্যাল মিডিয়ায়।
এর আগে জিও পাগলা, তোমাকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে সহ আরো অনেক ছবিই তিনি আমাদের উপহার দিয়েছেন। কিন্তু সম্প্রতি শোন গিয়েছে অন্য গল্প। পরিবারই নাকি মানছে না তাঁদের সম্পর্ক, এমনকি একের পর এক নানা শর্ত, নানা আপত্তি উঠে আসছে। আজ্ঞে না এইটা পুরোটাই ছিল এই টলি জুটির আপকামিং সিনেমার গল্প।
View this post on Instagram
নতুন ছবি ‘তুমি আসবে বলেই’ তে দেখানো হবে সামাজিক বিয়ে মানে দুই পরিবারের চাপিয়ে দেওয়া শর্ত, তাদের জোরজবরদস্তি। যার চক্করে নষ্ট হয়ে যায় বহু অমূল্য সম্পর্ক আর দামী সম্পর্ক। পরিচালক তার এই নতুন ছবির মাধ্যমে এই যুগের সমস্যার কথাই তুলে ধরবেন বলে জানিয়েছেন বনি এবং কৌশানি।