এবার ভেঙে পড়ল শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় একটি সেতু, দেখুন ভিডিও

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার চার দিনের মধ্যেই এবার শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় একটি সেতু ভেঙে পড়ল। শুক্রবার সকালে ফাঁসিদেওয়ায় একটি খালের ওপর একটু বহু পুরনো সেতু ভেঙে পড়ে। একটি লরি যাওয়ার সময় আচমকাই সেতুটি ভেঙে পড়ে। কোনও হতাহতর ঘটনা না ঘটলেও বড় দুর্ঘটনা ঘটতেই পারতো। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, এই সেতুটির ওপর ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু লরি যাতায়াতের জন্যই দুর্ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়েছিলেন, রাজ্যে একাধিক সেতুর অবস্থা খারাপ। ২০ টি সেতুর আয়ু ফুরিয়েছে। তা মেরামতির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। পূর্ত দফতর সূত্রে খবর, মাঝেরহাট ব্রিজের বিপর্যয়ের জেরে গোটা রাজ্যেই সমস্ত ব্রিজের অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার জেরে শুক্রবার সকাল থেকে দক্ষিণ কলকাতা এবং শহরতলি এলাকায় ব্যাপক যানজট হয়। দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকে রাস্তায়।

Comments are closed.