অপসারিত জম্মু কাশ্মীর পুলিশের ডিজি, কেন্দ্রের সঙ্গে মতভেদের জন্য অপসারণ বলে জল্পনা

বৃহস্পতিবার অপসারিত করা হল জম্মু কাশ্মীর পুলিশের ডিজি এস পি বৈদকে। তাঁকে পাঠানো হয়েছে স্টেট ট্রান্সপোর্ট কমিশনার পদে। তাঁর জায়গায় আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে দিলবাগ সিংহকে। তিনি এত দিন ডিজি (কারা) পদে ছিলেন। তবে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে স্থায়ী নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। কোর্ট যাতে এই নিয়োগের জন্য ইউপিএসসি’কে দ্রুত ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেয় সেই আবেদন করা হয়েছে। রাজ্যের মতে, এত গুরুত্বপূর্ণ পদে দ্রুত স্থায়ী নিয়োগ প্রয়োজন। বৃহস্পতিবার সকালে এসপি বৈদের একটি ট্যুইট বার্তার পরই তাঁর অপসারণ নিয়ে জল্পনা ছড়ায়। সেখানে তিনি লিখেছিলেন, মানুষের সেবার সুযোগ দেওয়ায় ভগবানকে ধন্যবাদ। এরপরই তাঁর অপসারণের খবর সরকারি ভাবে জানা যায়।
জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্যের নয়া রাজ্যপাল সত্য পল মালিকের সঙ্গে তার কিছু বিষয়ে মতভেদ হচ্ছিল। সম্প্রতি অপহৃত ৩ পলিশ কর্মী ও পুলিশ পরিবারের ৮ সদস্যকে দক্ষিণ কাশ্মীরের একাধিক জায়গা থেকে অপহরণ করে জঙ্গিরা। তাঁদের ছাড়াতে প্রায় এক ডজন জঙ্গি পরিবারের সদস্যকে মুক্তি দিতে রাজি হন ডিজি। এই জঙ্গি পরিবারের সদস্যদের মধ্যে কুখ্যাত এক হিজবুল কমান্ডারের বাবাও ছিলেন। ডিজিপির এই সিদ্ধান্তে অখুশি ছিল কেন্দ্র। এটাই তাঁর অপসারণের মূল কারণ বলে মনে করা হচ্ছে। যদিও কেন্দ্রের তরফে বলা হয়েছে, রাজ্য পুলিশের উচ্চস্তরে দুর্নীতি বাসা বাধছিল, তাই কিছু রদবদল আবশ্যিক ছিল। এর আগে জম্মু-কাশ্মীর পুলিশের গোয়েন্দা প্রধান আব্দুল গণি মীরকেও সরানো হয়েছে। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্ল। পাশাপাশি, কাঠুয়া মামলার তদন্তে ডিজিপি বৈদ যে কড়া অবস্থান নিয়েছিলেন, তাতে তাঁর উপর খুশি ছিল না বিজেপি নেতৃত্ব।

Comments are closed.