উডল্যান্ডস থেকে ছাড়া পেয়েও অন্যত্র আইসোলেশনে বুদ্ধদেব ভট্টাচার্য

হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্ৰী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু ছুটি পেয়ে বাড়ি ফিরলেন না তিনি। উডল্যান্ডস থেকে অন্য একটি নার্সিংহোমে আইসলেশনে থাকবেন তিনি।

উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। নিজের হাতে খাবার খাচ্ছিলেন তিনি। রাতে ভালো ঘুমও হচ্ছিল তাঁর। শেষের দিকে ১ থেকে ২ লিটার অক্সিজেন লাগছিল বুদ্ধদেব বাবুর। কথা বলছিলেন। রেমডিসিভিরের পুরো কোর্স শেষ করা হয় বুদ্ধদেব বাবুর। এমনই জানা গিয়েছিল নার্সিংহোম সূত্রে। তাই বুধবার তাঁকে ছেড়ে দেওয়া হয়।

সূত্রের খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের দেখাশোনা করেন যে ব্যক্তি, তিনি নিজেও করোনা সংক্রমিত হয়েছেন। তাই সদ্য সেরে ওঠা বুদ্ধদেব বাবুর কথা ভেবে তাঁকে এক পরিচিতের নার্সিং হোমে রাখা হয়েছে। সেখানেই আছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনা।

১৮ মে সস্ত্রীক করোনা সংক্রমিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হলেও, বাড়িতে থেকে চিকিৎসা করাতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে, হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করাতে হয়। হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওয়ার পর ফের অসুস্থ হয়ে পড়েন মীরা ভট্টাচার্য। তাঁকে আবারও ভর্তি করা হয় হাসপাতালে। এখন দুজনেই ভালো আছেন।

Comments are closed.