রাজ্যের লেখা ভাষণে সিএএ, এনআরসি’র বিরোধিতা পড়লেন ধনখড়, মুখ্যমন্ত্রীর সঙ্গে গেলেন অধ্যক্ষ্যের ঘরে

বাজেট অধিবেশনের প্রারম্ভিক ভাষণে রাজ্যপাল বিধানসভায় কী করবেন তা নিয়ে জল্পনা ছিল রাজনৈতিক মহলে। সরকারেরও সংশয় ছিল, সত্যিই রাজ্যপাল ধনখড় রাজ্যের লেখা ভাষণ পুরো পাঠ করবেন তো! বৃহস্পতিবার খোদ রাজ্যপাল জানিয়েছিলেন, ইতিহাস রচনা হবে বিধানসভায়। শেষ পর্যন্ত রাজ্যের লেখা ভাষণ শুক্রবার বিধানসভায় অক্ষরে অক্ষরে পাঠ করলেন ধনখড়। যেখানে তিনি উল্লেখ করলেন, দেশের মূল্যবোধ, সংবিধান আজ প্রশ্নের মুখে। ভুল তথ্য প্রচার আজ নতুন কায়দা এবং দেশপ্রেমের নামে ভিন্ন মতকে প্রত্যাখ্যান করা হছে।
রাজ্য সরকার সম্প্রতি এনআরসি এবং সিএএ’র বিরুদ্ধে বিধানসভায় যে প্রস্তাব পাশ করেছে, ভাষণে তাও উল্লেখ করলেন রাজ্যপাল ধনখড়।
ভাষণের পর মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির ঘরে যান। সেখানে মিনিট পনেরো ছিলেন তিনি।
গত কয়েক মাস ধরেই চলছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। এই পরিস্থিতিতে রাজ্যপাল সরকারের লেখা ভাষণ পড়বেন কিনা তা নিয়ে যে সংশয় ছিল, তার সমাপ্তি হল বিনা নাটকে।

বিধানসভা ছেড়ে বেরোনোর পরই ট্যুইট করেন রাজ্যপাল ধনখড়। ট্যুইটে তিনি বলেন, সংবিধানের ঐতিহ্য অনুসরণ করে বাজেট বক্তৃতা দিলাম। আশা করব সবাই সংবিধানকে একইভাবে মান্য করবেন।

Comments are closed.