রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে উপ নির্বাচন ৯ অগাস্ট

রাজ্যসভার সাংসদ পদের জন্য উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট গ্রহণ ৯ আগস্ট। নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ, ২৯ জুলাই। ১০ আগস্টের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

উল্লেখ্য, ভোটের মুখেই দল ছেড়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। ঊনিশের লোকসভা ভোটে বিজেপি সাংসদ অর্জুন সিংহের কাছে হারের পর দল তাঁকে রাজ্যসভার সাংসদ করে পাঠায়। কিন্তু ১২ ফেব্রুয়ারি ২০২১ রাজ্য সভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। মেয়াদ ছিল এপ্রিলের ২০২৬ পর্যন্ত।

বৃহস্পতিবারই রাজ্যে দ্রুত উপনির্বাচনের দাবি নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তারিখ ঘোষণা কমিশনের। যদিও রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে এখনও কোনও কিছু ঘোষণা করেনি কমিশন।

Comments are closed.