এবার তামিলনাড়ুতে তৃণমূল? ট্যুইটার ছয়লাপ তামিলে ‘খেলা হবে’র দেওয়াল লিখনে

খেলা হবে স্লোগানকে হাতিয়ার করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। এবার সেই খেলা হবে স্লোগান রাজ্যের গন্ডি পেরিয়ে ভিন রাজ্যে। শুধু বাংলা নয় দেশবাসীর কাছে বিজেপি বিরোধী শক্তি হয়ে উঠেছেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। তাই রাজ্যের বাইরেও দেওয়াল লিখনে থাকছে মমতার ছবি, থাকছে খেলা হবে স্লোগান। সম্প্রতি সুপ্রতিম চক্রবর্তী নামে একজন টুইটারে একটি ছবি শেয়ার করেছে। সেখানে দক্ষিণী ভাষায় দেওয়ালে লেখা খেলা হবে। আর পাশে রয়েছে মমতা ব্যানার্জির ছবি।

টুইট

এই টুইটারে মায়ালয়ম, তামিল, তেলেগু, কান্নারা ভাষায় লেখা হয়েছে খেলা হবে। অর্থাৎ এবার দক্ষিণ ভারতেও দিদির খেলা শুরু হবে।

তৃণমূলের ৩১ শে জুলাই এবার দেখা যাবে দিল্লিতে এবং উত্তর পূর্ব ভারতে। ২০২৪ সালে দিল্লি জয়ের টার্গেট নিয়েছেন তৃণমূল নেত্রী। আর সোশ্যাল মিডিয়া জুড়ে মমতার গুনগানে ছয়লাপ। নেটিজেনদের ধারণা ২৪ এর ভোটে মোদীকে গদিচ্যুত করতে পারেন একমাত্র তৃণমূল নেত্রী। তাই ‘বেঙ্গলিপ্রাইমমিনিস্টার’, ‘ইন্ডিয়াওয়ান্টসমমতা’ এর মতন ট্রেন্ড হয়েছে টুইটারে।

২১ শে জুলাই দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই প্ৰথমবার ট্রেন্ড হয়েছে ‘দিদিআরাহিহ্যায়’ ট্রেন্ড। এরফলে নেটিজেনরা বারবার বুঝিয়ে দিচ্ছেন দিল্লির মসনদে এবার মমতা ব্যানার্জিকেই দেখতে চাইছেন তাঁরা। তাই শুধুমাত্র দিল্লি বা উত্তরপূর্ব ভারত নয়, দক্ষিণ ভারতেও এবার জয়জয়কার বাংলার দিদির।

উল্লেখ্য, খেলা হবে স্লোগান ঝড় তুলেছিল বাংলার বিধানসভা নির্বাচনে। তৃণমূলের সেই স্লোগানকেই এ বার হাতিয়ার করে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি স্লোগান করেছেন ‘খেলা হই’।

Comments are closed.