বেহালায় মিঠুনের রোড শো বাতিল, তৃণমূলের দিকে অভিযোগ শ্রাবন্তীর, ধুন্ধুমার পরিস্থিতি

রোড শো বাতিল নিয়ে মুখ খুলেছেন তারকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি

অনুমতি না মেলায় পূর্ব ও পশ্চিম বেহালার দুই বিজেপি প্রার্থীর হয়ে মহাগুরুর রোড শো বাতিল।

বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী পায়েল সরকার এবং শ্রাবন্তী চ্যাটার্জির হয়ে প্রচারে নামার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু শেষ মুহূর্তে বিজেপিকে জানিয়ে দেওয়া হয় অনুমতি বাতিল করা হয়েছে।

রোড শো বাতিল নিয়ে মুখ খুলেছেন তারকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি। তাঁর বক্তব্য, সকালে মিঠুন দা ফোন করে জানালেন তিনি আসছেন। কিন্তু হঠাৎ শুনলাম পারমিশন পাওয়া গেল না। বোঝাই যাচ্ছে কারা করছে এসব। তৃণমূলকে আক্রমণ করে বলেন, হেরে যাওয়ার ভয়ে এটা করল। ইচ্ছে করে অনুমতি দিল না। কীসের এত ভয়? প্রার্থীর অভিযোগ, এর আগে শুভেন্দু অধিকারীর রোড শোতেও অনুমতি পাওয়া যায়নি।

রোড শো বাতিল করে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বেহালার পর্ণশ্রী থানার সামনে জমায়েত করলে বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

তৃণমূল অবশ্য মিঠুনের রোড শো বাতিল হওয়ার পিছনে তাদের হাত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূল সাংসদ তথা মুখপাত্র সুখেন্দুশেখর রায়ের পাল্টা খোঁচা, এখন গোটাটাই কমিশনের হাতে। কী কারণে রোড শো বাতিল সেটা কমিশনের কাছে জিজ্ঞেস করুক বিজেপি।

Comments are closed.