ক্রিকেটকে ভালোবেসে কেল্লাফতে, ২ কোটি টাকা জিতলেন গাড়িচালক রমেশ 

ক্রিকেটকে ভালোবাসাই কপাল খুলে দিল রমেশ কুমারের। পেশায় গাড়ি চালক রমেশ মাত্র ৫৯ টাকা খরচ করে আইপিএল-এ টিম বানিয়ে জিতলেন ২ কোটি টাকা। ব্যাপারটা অবিশ্বাসও ঠেকছে তো? রমেশেরও প্রথমটায় বিশ্বাস হয়নি। কিন্তু আদতে তাই ঘটেছে। রাতারাতি জীবন পাল্টে গিয়েছে তাঁর। 

কার্যত গোটা দেশই এখন আইপিএল-এ মজে। রমেশও আর পাঁচজন ক্রিকেটপ্রেমীর মতোই আইপিএল বলতে পাগল। সেই সঙ্গে DREAM-11 নামে একটি গেমে রমেশ নিজের পছন্দের টিম বানাতেন। সেই দল জিতলে মিলতো পুরস্কারও। সম্প্রতি রমেশের নির্বাচিত টিম দেশে ১ নম্বর হয়েছে। আর তাতেই কেল্লাফতে। পুরস্কার হিসাবে ২ কোটি টাকা জিতেছেন রমেশ। 

জানা গিয়েছে ক্রিকেট ভক্ত রমেশ কুমার বিহারের আমনৌর থানা এলাকার রসুলপুরের বাসিন্দা। পেশায় তিনি গাড়ি চালক। তাঁর নেশা, কাজের ফাঁকে সুযোগ পেলেই ড্রিম ইলেভেনে টিম বানানো। রমেশ জানিয়েছেন, গত তিন বছর তিনি এভাবে ভার্চুয়াল টিম বানাচ্ছেন। গত মঙ্গলবার পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপারের মধ্যে খেলায় তিনি একটি টিম তৈরি করেন। আর সেই দলই এক নম্বর হয়। আর যার জেরেই রাতারাতি কোটি পতি হয়ে যান রমেশ কুমার। তবে হঠাৎ করে এত টাকা পেয়ে কী করবেন, এখনও তা ঠিক করতে পারেননি তিনি।    

Comments are closed.