শুক্রবার গভীর রাতে বেপরোয়া গতিতে জাগুয়ার চালিয়ে শেকসপিয়র সরণিতে দুই পথচারীকে পিষ্ট করার ঘটনার তদন্তে নেমে রেস্তরাঁ চেন আরসালানের মালিকের ছেলে আরসালান পারভেজের বিরুদ্ধে একাধিক পুরনো অভিযোগের হদিশ পেল পুলিশ। আরসালানের মালিকের ছেলে বেপরোয়া গতিতে গাড়ি চালানো রীতিমতো অভ্যাস করে ফেলেছিলেন এবং বারবার ট্রাফিক আইন ভেঙেছেন, তার বহু প্রমাণ পেল কলকাতা পুলিশ। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য গত ৯ মাসে কলকাতার বিভিন্ন রাস্তায়তাঁর বিরুদ্ধে ৪৩ টি মামলা রুজু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে শেকসপিয়র সরণিতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পরপর দুটি দুর্ঘটনা ঘটান আরসালান পারভেজ। প্রথমে তিনি একটি মার্সিডিজ গাড়িকে ধাক্কা মারেন। তারপর রাস্তায় দুই বাংলাদেশি পথচারীকে পিষ্ট করে পুলিশে কিওস্ক ভেঙে দেন তিনি। ঘটনাস্থলেই দুই বাংলাদেশির মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়ি ফেলে পালান আরসালান পারভেজ। তদন্তে নেমে শনিবার সকালে পুলিশ তাঁকে গ্রেফতার করে। রবিবার আরসালানের মালিকের ছেলেকে আদালতে পেশ করা হলে তাঁকে ১০ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
সিসি টিভি ফুটেজ থেকে পুলিশ অফিসাররা জানতে পেরেছেন, শুক্রবার রাতেও একাধিকবার ট্রাফিক আইন ভেঙেছেন তিনি। এর আগেও একাধিকবার বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গত ৯ মাসে তাঁর বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার ৪৩ টি মামলা রুজু হয়েছে।
Comments