তদন্তভার হাতে নিয়েই ভাদু খুনে প্রথম এফআইআর দায়ের সিবিআইয়ের 

তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনে এফআইআর দায়ের করল সিবিআই। শনিবার রামপুরহাট থানায় পৌঁছায় সিবিআইয়ের একটি প্রতিনিধি দল। সূত্রের খবর, ভাদু খুনে পলাশ শেখ, সোনা শেখ সহ মোট ১০ জনের নাম রয়েছে সিবিআইয়ের এফআইআরে। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারায় খুন, ১২০ বি-এ ষড়যন্ত্র,  ৩৪ ধারায় সংগঠিত অপরাধ এবং বিস্ফোরক আইনের ৩ ও ৪ নম্বর ধারায় মামলা রাজু করে তদন্ত শুরু করেছে সিবিআই।  

শুক্রবারই হাইকোর্টের নির্দেশে তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্তভার পায় সিবিআই। আর তার ২৪ ঘন্টার মধ্যেই এফআইআর রাজু করে তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সিবিআইকে তদন্তভার দেওয়ার সময় আদালত জানায়, বগটুই হত্যাকাণ্ড এবং ভাদু শেখ খুন, দুটি ঘটনা একে ওপরের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে প্রকৃত সত্য জানতে দুটি ঘটনারই তদন্তভার নিক সিবিআই। 

বগটুই হত্যাকাণ্ডে প্রথম থেকে তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই এই ঘটনায় আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন তদন্তকারীরা। উল্লেখ্য গত ২১ মার্চ দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু হয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপ-প্রধানের। আর এই ঘটনার কিছুক্ষন পরেই বগটুই গ্রামে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা প্রকাশ্যে আসে। মহিলা, শিশু সহ  আগুনে পুড়ে মৃত্যু হয় ৮  গ্রামবাসীর, পরে হাসপাতালে একজন মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি।

 

Comments are closed.