কানাডায় ভারতীয় পড়ুয়াকে গুলি করে খুন, শোকপ্রকাশ বিদেশমন্ত্রীর

কানাডায় ভারতীয় ছাত্রকে গুলি করল দুষ্কৃতীরা। গাজিয়াবাদের বাসিন্দা কার্তিক বাসুদেব কানাডার টরোন্টর সেনেকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। শুক্রবার ফোন করে কার্তিকের পরিবারে মৃত্যুর খবর দেওয়া হয়। এদিন কানাডার টরোন্টোর শেরবর্ন সাবওয়ে স্টেশনের কাছে একাধিকবার গুলি করে খুন করা হয় কার্তিককে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। টুইটে তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কলেজে পড়তে পড়তেই কানাডার ডাউনটাউন এলাকায় একটি রেস্তোরাঁয় চাকরি পেয়েছিলেন তিনি। কাজের জায়গায় যেতে প্রতিদিন সাবওয়ে এবং বাস ব্যবহার করত। নিজের ভাই জিতেশের সঙ্গে থাকতেন তিনি। তিনি ফোন করে পুলিশকে জানান কার্তিক নিখোঁজ হয়েছেন। তিনি জানিয়েছেন, কাজের জায়গা থেকে প্রথমে ফোন করে জানানো হয়, কার্তিকের কাজে যোগ না দেওয়ার কথা জানানো হয়। এরপর তাঁরা কার্তিকের গুলিবিদ্ধ অবস্থার ছবি দেখে তাঁর মৃত্যু হয়েছে জানতে পেরে পুলিশকে খবর দেয়। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, মিষ্টভাষী ছিলেন তাঁদের ছেলে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত জানাতে পারেনি পরিবার।

টরোন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল টুইট করে শোকপ্রকাশ করেছেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহ দ্রুত তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য সব ধরনের সহায়তা করা হবে জানানো হয়েছে।

Comments are closed.