আইকোর মামলায় সিবিআই দফতরে হাজিরা দিলেন শোভন, সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী ব্যানার্জি

ভুয়ো অর্থলগ্নিকারী সংস্থা আইকোর মামলায় প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বৃহস্পতিবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। এদিনও তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী ব্যানার্জি।

আইকোর মামলায় কয়েকদিন আগেই সিবিআই তাঁকে তলব করেছিল। এদিন সেই মতো হাজিরা দেন তিনি। সিবিআই সূত্রে খবর, তাঁকে টানা ২.৩০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, মূলত তিনি কলকাতা পৌরসভার মেয়র থাকাকালীন উত্তমমঞ্চ হস্তান্তরের ক্ষেত্রে আইকোরের সঙ্গে কী জাতীয় চুক্তি হয়েছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা।

আইকোর মামলায় এর আগে রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলে সিবিআই। সেই সঙ্গে রাজ্যের আরেক মন্ত্রী মানস ভুঁইয়াকেও কয়েক দিন আগেই এই একই মামলায় সিবিআইয়ের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন।

উল্লেখ্য গত সোমবার মদন মিত্র এবং তাঁর ছেলেকেও সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

সম্প্রতি নারদ মামলায় চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চার্জশিটও শোভন চ্যাটার্জির নাম রয়েছে বলে জানা গিয়েছে।

Comments are closed.