ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনে সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের 

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিহিত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু সিবিআই তদন্তের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন। তাঁর আবেদনের ভিত্তিতেই সোমবার বিচারপতি রাজশেখর মান্থার একক বেঞ্চের তরফে বলা হয়, অভিযোগকারী এবং সাধারণ মানুষের মনে আস্থা ফেরানোর জন্য তপন কান্দু খুনের তদন্ত করবে সিবিআই। আদালত সূত্রে খবর, সিবিআইকে ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। 

ইতিমধ্যেই রাজ্যের গঠিত সিট্ তপন কান্দু খুনে এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করছে। গত শনিবার এই ঘটনায় নিহতের বড় ভাই নরেন কান্দুকে গ্রেফতার করা হয়।  তিনি এই ঘটনার মূল চক্রী বলে দাবি তদন্তকারীদের। জানা গিয়েছে, নরেন ভাইকে খুনের উদ্দেশ্যে আসিক খানকে প্রথমে ৫ লক্ষ টাকা দেয়। ওই আসিকই ভাড়াটে খুনি কলেবর সিংহের সঙ্গে  যোগাযোগ করেন। তিন জন্যেই বর্তমানে পুলিশ হেফাজতে। তদন্তকারীদের দাবি, পারিবারিক অশান্তি থেকেই ভাইকে খুন করার ছক কষেছিল নরেন কান্দু।    

Comments are closed.