তপন কান্দু খুনে দুটি ফোন বাজেয়াপ্ত সিবিআইয়ের, জিজ্ঞাসাবাদ SDPO-কে 

তপন কান্দুর খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। এই ঘটনায় শনিবার দুটি ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। ফোন দুটি নিহত কংগ্রেস কাউন্সলির এবং তার ভাইপো মিঠুন কান্দুর। তপন কান্দুর খুনের তদন্ত শুরু করে ফোন দুটি নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ। এদিন তাঁদের কাছ থেকে ফোন দুটি নেয় সিবিআই। জানা গিয়েছে, ফোন দুটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। 

কংগ্রেস কাউন্সলির খুনের ঘটনায় ভাইপো মিঠুন কান্দু বেশ কয়েকটি ফোন রেকর্ড প্রকাশ্যে আনেন। কল রেকর্ডগুলিতে ঝালদা থানার আইসি’র সঙ্গে তাঁর কথপোকথন রয়েছে বলে দাবি করেন মিঠুন। ভাইরাল অডিও’র সত্যতা যাচাই করেনি The Bengal Story . 

এই ঘটনায় শনিবার এসডিপিও সুব্রত দেবকে তলব করে সিবিআই। এদিন সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তাঁকে বেশ কিছুক্ষন জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সঙ্গে ঘটনার পরেই ক্লোস্ড হওয়া পাঁচ পুলিশ কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কংগ্রেস কাউন্সলির খুনের ঘটনায় প্রথম থেকেই ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে তপন কান্দুর পরিবার। ঘটনার তদন্তে সঞ্জীব ঘোষকেও জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা।   

Comments are closed.