জামিনের আবেদন খারিজ, আরও ৪ দিন CBI হেফাজতে অনুব্রত  

ফের চার দিনের সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। আগামী ২৪ আগস্ট পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতে থাকতে হবে। অনুব্রতর আইনজীবীদের করা জামিনের আবেদন খারিজ করে রায় দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। আদালতে সিবিআইয়ের আইনজীবী অভিযোগ করেন, অনুব্রত তদন্তে সহযোগিতা করছেন না। তাঁকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনে। সে কারণেই তাঁকে আরও চার দিন সিবিআই নিজেদের হেফাজতে চায়। 

গ্রেফতারির পর শনিবার অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানান অনুব্রতর আইনজীবীরা। আইনজীবীদের দাবি, অনুব্রতর ৬৫-এর ওপরে বয়স। তাঁদের মক্কেলের একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে। তাঁকে জামিন দেওয়া হোক। সিবিআইকে তদন্তে সহযোগিতা করবেন তিনি। পাল্টা সিবিআইয়ের তরফে আদালত বলা হয়, অনুব্রত একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তিনি বাইরে থাকলে তদন্ত প্রভাবিত করবেন। পাশাপাশি সিবিআইয়ের তরফে এও দাবি করা হয়, শুরু থেকেই অনুব্রত তদন্তে অসযোগিতা করে আসছেন। এর আগে তাঁকে ১০ বার তলব করা হলেও তিনি মাত্র একবার সিবিআইয়ের কাছে হাজিরা দিয়েছেন। এমনকী হেফাজতে থাকাকালীনও তিনি তদন্তে কোনও রকমের সহযোগিতা করছেন না। 

দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে দেন বিশেষ আদালতের বিচারপতি। প্রসঙ্গত, এদিন সকালে আদালতে নিয়ে যাওয়ার সময় অনুব্রত দাবি করেন, কোনও বেনামি সম্পত্তি তাঁর নেই। সিবিআইয়কেও তিনি তদন্তে একশো শতাংশ সহযোগিতা করছেন বলে জানান।            

Comments are closed.