সেপ্টেম্বরে লর্ডসেই শেষ ম্যাচ খেলবেন চাকদহ এক্সপ্রেস ঝুলন গোস্বামী

২৪ সেপ্টেম্বর লর্ডসে শেষ ম্যাচ খেলবেন চাকদহ এক্সপ্রেস ঝুলন গোস্বামী। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ঝুলন। গোস্বামী। শুক্রবারই ইংল্যান্ড সিরিজের দলে জায়গা করে নিয়েছিলেন ঝুলন গোস্বামী। এরপর শনিবার জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন ঝুলন গোস্বামী। আর সেটা আগামী সেপ্টেম্বরেই। ইংল্যান্ড সিরিজই শেষ খেলবেন ঝুলন।

কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। তখনই শোনা গিয়েছিল এবার অবসর ঘোষণা করতে চলেছেন চাকদহ এক্সপ্রেস ঝুলন গোস্বামী। জানা গেল সেই তালিকায় নাম লেখাতে চলেছেন ঝুলন গোস্বামী। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট পেয়েছেন ঝুলন গোস্বামী। ১০ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডের সিরিজ শুরু। পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল। ১৮ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে ওয়ানডে সিরিজ। শেষ ম্যাচ ২৪ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ঝুলন গোস্বামীকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন অনুষ্কা শর্মা। শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি, মাঠে বোলিং প্র্যাকটিস করতেও দেখা যাচ্ছে অভিনেত্রীকে। কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে ঝুলনকে দেওয়া হয়েছে ভারত গৌরব সম্মান।

Comments are closed.