নারদা কাণ্ডে সিবিআই-তলব এসএমএইচ মির্জাকে, ভিডিওয় মুকুল রায়ের হয়ে টাকা নিতে দেখা গিয়েছিল বর্ধমানের প্রাক্তন এসপিকে

সারদা তদন্তে তৎপরতার মধ্যেই এবার নারদা কাণ্ডে সক্রিয় হল সিবিআই। ইতিমধ্যে সারদা কাণ্ডে একাধিক আমলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, নারদা কাণ্ডে জড়িত আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে আগামী বৃহস্পতিবার নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই।
নারদার স্টিং অপারেশনে অবিভক্ত বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়ের হয়ে কথা বলতে এবং টাকা নিতে দেখা গিয়েছিল (ভিডিওর সত্যতা যাচাই করেনি thebengalstory)। সেসময় তদন্ত নেমে আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে জেরা করে উল্লেখযোগ্য কোনও তথ্য পায়নি সিবিআই। সেই জট কাটাতেই ফের ওই আইপিএস অফিসারকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। একজন সরকারি আধিকারিক হয়ে, কী কারণে এবং কার নির্দেশে ওই টাকা তিনি নিয়েছিলেন তা জানতে এসএমএইচ মির্জাকে ফের জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই অফিসাররা, বলে সূত্রের খবর।
২০১৪ সালে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের স্টিং অপারেশন তোলপাড় ফেলে রাজ্য রাজনীতিতে। রাজ্যের শাসক দলের একাধিক মন্ত্রীসহ এক পুলিশ কর্তাকে টাকা নিতে দেখা যায় ভিডিওয়। যদিও বারবার এই স্টিং অপারেশনকে সাজানো বলে দাবি করে এসেছে তৃণমূল। লোকসভা ভোটে রাজ্যে ১৮ টি আসন দখল করা বিজেপিও বারবার নারদা ও সারদা ইস্যুতে খোঁচা দিয়েছে রাজ্যের শাসক দলকে। এই প্রেক্ষাপটে আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইয়ের তলব, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
রাজীব কুমারের বিরুদ্ধে সারদা তদন্তে অসহযোগিতার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই, আদালতের নির্দেশে এখন কার্যত গৃহবন্দী কলকাতার প্রাক্তন সিপি। এছাড়া ক’দিন আগেই বিধাননগর কমিশনারেটের প্রাক্তন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষকেও সারদা কাণ্ডে জেরা করেছে সিবিআই। এবার নারদা কাণ্ডে সিবিআইয়ের জেরার মুখে পড়তে চলেছেন আর এক আইপিএস অফিসার এসএমএইচ মির্জা।

Comments are closed.