এখনই গ্রেফতার করা যাবে না অনুব্রত মণ্ডলকে, হাইকোর্টে স্বস্তি তৃণমূল নেতার 

ভোট পরবর্তী অশান্তির ঘটনায় আপাতত গ্রেফতার করা যাবে না অনুব্রত মণ্ডলকে। বৃহস্পতিবার শুনানি শেষে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টে।  তবে সিবিআইয়ের তদন্তে সবরকমের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। 

ভোট পরবর্তী অশান্তির ঘটনায় সাক্ষী হিসেবে অনুব্রতকে তলব করে সিবিআই। সেই ঘটনায় সিবিআইয়ের নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তৃণমূল জেলা সভাপতি। হাইকোর্টের কাছে রক্ষাকবচ চেয়ে  বুধবার একটি মামলা দায়ের করেন তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। এদিন আদালত জানায়, কোর্টের অনুমতি ছাড়া বীরভূমের জেলা সভাপতিকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। যদিও কেন্দ্রীয় এজেন্সির তদন্তে তাঁকে সবরকমের সহযোগিতা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

উল্লেখ, অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের নোটিস পাঠানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চরিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বুধবার দলের সাংগঠনিক নির্বাচন শেষে বক্তব্য রাখতে গিয়ে মোদী সরকারকে কার্যত তুলধনা করেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, বীরভূমের কয়েকটি পুরসভায় যেই ভোট এগিয়ে আসছে, ওমনি অনুব্রতকে নোটিস পাঠিয়ে দেওয়া হল। তাঁর কটাক্ষ, বিজেপির তিনটে রত্ন, অর্থ-সিবিআই,ইডি। 

Comments are closed.