জ্যোতি বসুর জন্মদিন উদযাপনে রক্তদান শিবির সল্টলেক রেড ভলান্টিয়ারের

নানান অনুষ্ঠান, কর্মসূচীর মধ্য দিয়ে জেলায় জেলায় পালিত হয়েছে প্রাক্তন মূখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৮ তম জন্মদিন। এই উপলক্ষে সল্টলেক রেড ভলান্টিয়ারদের উদ্যোগে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়। ৮০ জন এই শিবিরে গিয়ে রক্ত দেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে বনবিভাগ থেকে সংগৃহীত একটি করে চারা গাছ দেওয়া হয়। রক্তদানের পাশাপাশি সল্টলেক রেড ভলান্টিয়ারদের তরফে রেড বুলেটিন প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন DYFI নেতা কলতান দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন, সিপিএম নেতা শতরূপ ঘোষ, পলাশ দাস, সোমনাথ ভট্টাচার্য প্রমুখ।

করোনা অতিমারীর জেরে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে অন্যান্য চিকিৎসাও। করোনা অতিমারীর শুরুর দিকে সাধারণ রোগের চিকিৎসা করাতে গিয়েও রোগীদের চুড়ান্ত হয়রানির শিকার হতে হয়েছে। লকডাউনের প্রথমদিকে তীব্র হয়ে উঠেছিল রক্তের অভাব।

সম্প্রতি অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। একাধিক সংগঠনের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সারা রাজ্যে সিপিএমের ছাত্র যুবদের তৈরি রেড ভলান্টিয়ারের ভূমিকা একাধিক মহলের প্রশংসা কুড়িয়েছে। করোনা রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া, সংক্রমিতদের বাড়ি বাড়ি খাওয়ার পৌঁছে দেওয়া থেকে শুরু করে একাধিক কাজ করছে রেড ভলান্টিয়ারা। এমনকী কোথাও কোথাও মৃতের সৎকারেও তাঁরা এগিয়ে আসছেন। সল্টলেক রেড ভলান্টিয়ারাও এরকম একাধিক কাজের সঙ্গে যুক্ত। করোনাকালে তাদের এই রক্তদান শিবির এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

Comments are closed.