রং কালো ছিল বলে রবীন্দ্রনাথকে কোলে নিতেন না বাড়ির লোকজন, বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

রবীন্দ্রনাথকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। বুধবার বিশ্বভারতীর অনুষ্ঠানে রবীন্দ্র চর্চা করতে গিয়ে সুভাষ সরকার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিলেন বলে তাঁর মা এবং বাড়ির লোক কোলে নিতেন না তাঁকে।

এদিন সুভাষ সরকার এই মন্তব্য করার সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এবং দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। সকলের সামনেই তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সকলের গায়ের রং ফর্সা ছিল। এরপর গায়ের রঙের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, দুই ধরণের ফর্সা রং দেখা যায়। একটা ধরণ হল টকটকে হলুদ। আর একটা ধরণ হল লালচে ভাব। রবীন্দ্রনাথের গায়ের রং ছিল লালচে ফর্সা।

বিশ্বভারতীতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই মন্তব্য নিয়ে বিতর্কের জন্ম হয়েছে। লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ বলেছেন, বাঙালি হিসেব দুঃখিত। তৃণমূল অভিযোগ করে বলেছে,এর আগেও বাংলার মনিষীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে বিজেপির নেতা মন্ত্রীরা।

Comments are closed.