কে অনিন্দ্য-রূপা? তিনি চেনেন না,বিজেপি ত্যাগী তারকাদের নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের

অভিনেতা তথা সদ্য প্রাক্তন বিজেপি সদস্য অনিন্দ্য পুলক ব্যানার্জি এবং রূপা ভট্টাচার্যকে চেনেন না দিলীপ ঘোষ। অনিন্দ্য, রূপাকে নিয়ে চলা বিতর্কে বুধবার এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ভোটের পরে দুই তারকাই বিজেপি ছাড়ছেন বলে ঘোষণা করেছেন। সম্প্রতি তাঁদের সিপিএমের শ্রমজীবী ক্যান্টিনের একটি অনুষ্ঠান মঞ্চে দেখা যায়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

দলের দুই তারকা সদস্য অনিন্দ্য, রূপার সিপিএম যোগ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, আমি জানি না তাঁরা কারা। বিজেপিতে কবে যোগ দিয়েছেন, কবে ছেড়েছেন আমার জানা নেই। কটাক্ষের সুরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার জন্য মেলা শুরু হয়েছিল তখন হয়তো ভিড়ে ঢুকে পড়েছেন। এখন সুবিধা পাওয়ার আশায় অন্য কোথাও যাচ্ছেন।

উল্লেখ্য ভোটের আগে দুই তারকাকেই বিজেপির হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল। পাশাপাশি টিভি অনুষ্ঠানে এসেও তাঁরা বিজেপির সমর্থনে সওয়াল করতেন।

অন্যদিকে অনিন্দ্য, রূপার সিপিএমের মঞ্চে উপস্থিতি নিয়ে তীব্র আপত্তি তোলেন সিপিএমের অপর দুই তারকা সদস্য রাহুল এবং শ্রীলেখা। রাহুল একটি ফেসবুক পোস্টে লেখেন, আমার রাজনীতি একান্তই আদর্শগত। সিপিএমের মঞ্চে যদি টিকিট না পেয়ে হতাশ বিজেপি নেতা জায়গা পায় তবে এই মুহূর্তে আমি সিপিএম-এর সাথে সম্পর্ক ত্যাগ করলাম। ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীলেখা মিত্রও। জানা গিয়েছে, রাহুল, শ্রীলেখার ক্ষোভ মেটাতে আসরে নেমেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। দুই তারকার সঙ্গেই তিনি ফোনে কথা বলেছেন বলে খবর।

Comments are closed.