রামপুরহাট কাণ্ডে রিপোর্ট তলব কেন্দ্রের, রাজ্যে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল

রামপুরহাট কাণ্ডে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক। ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রিপোর্ট পাঠাতে বলা হয়েছে রাজ্যকে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যে আসছেন কেন্দ্রের প্রতিনিধি দল। রামপুরহাটে গনহত্যার পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। তিনি জানিয়েছন,এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি ঘটনার তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পদমর্যাদার আধিকারিকরাও রামপুরহাটে আসছেন।

সোমবার রাতে খুন হন রামপুরহাটের বরশাল পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখ। খুনের ঘটনার পরেই গ্রামে অশান্তি শুরু হয়। রাতেই কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। ঘটনার পরেই জ্ঞানবন্ত সিংহেরর নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Comments are closed.