ফের ভারী বৃষ্টিতে ভাসতে চলছে বাংলা, কবে অবধি দুর্যোগ?

বাংলায় বর্ষা যেন চলে গিয়েও যাচ্ছে না।  সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েককটি জেলায় লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। পুজোর পরে সপ্তাহের প্রথম দিনেই বৃষ্টির জেরে ভোগান্তির শিকার রাজ্যবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরেই ফের কিছুদিন ভারী বৃষ্টিতে ভাসবে রাজ্য। বৃষ্টির সম্ভবনা ওড়িশাতেও। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর তেলেঙ্গানার উপরে নতুন করে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। একই সঙ্গে বঙ্গোপসাগরে ঢুকছে দক্ষিণী পূবালী হওয়া। যায় জেরে আগামী ২০ অক্টোবর পর্যন্ত মাঝারি থেকে অতিভারীর বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে। দুর্যোগের জেরে মঙ্গলবার পর্যন্ত সমস্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

বৃষ্টির সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভবনা রয়েছে। হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুরে রবিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের রাজ্যগুলিতেও বৃষ্টি শুরু হয়েছে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। 

বৃষ্টি বাড়ার জেরে ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। ডিভিসি থেকেও জল ছাড়ার সম্ভবনা রয়েছে। ইতিমধ্যেই নবান্ন থেকে সব জেলা প্রশাসনকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। 

Comments are closed.