সকাল থেকে মেঘলা আকাশ, সপ্তাহের শুরুতে বৃষ্টি কেমন হবে? কী জানাচ্ছে হাওয়া অফিস? 

খাতায় কলমে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে। রবিবার থেকে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও শুরু হয়েছে। যদিও অদ্রতাজনিত অস্বস্তি রয়েছে। এর মধ্যে সোমবারও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবারের মতোই থাকবে সোমবারের আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। মূলত উত্তর ও দক্ষিণ  চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি উত্তরবঙ্গের জেলায় জেলায়ও সোমবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও মালদাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, এবারে বেশ কিছুটা দেরিতে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে। যার জেরে মাত্রাতিরিক্ত গরমে ভুগেছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে শেষমেশ বর্ষা ঢোকায় কিছুটা স্বস্তিতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

Comments are closed.