মোহনবাগানকে সম্বর্ধনা মমতা ব্যানার্জির, রাজ্য সরকারের তরফে ক্লাবকে ৫০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইএসএল ট্রফি জিতেছে মোহনবাগান। সোমবার মোহনবাগান তাঁবুতে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে গিয়ে মোহনবাগান দলকে সম্বর্ধনা জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, মোহনবাগান ক্লাবকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ৫০ লক্ষ টাকা অনুদান। তিনি আরও জানান, বাংলার মুখ উজ্জ্বল করেছে এই দল। আপনারা আরও ভালো খেলুন। বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করতে এবার বিশ্বকাপ আনতে হবে।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী ক্লাবে গিয়েই প্রথমে বাগান অধিনায়ক প্রীতম কোটাল ও কোচ জুয়ান ফেরেন্দার হাতে মিষ্টি তুলে দেন। ক্লাব কর্তারা মুখ্যমন্ত্রীর হাতে আইএসএল ট্রফি তুলে দেন। মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথের সোনার গ্লাভস হাতে নিয়ে দেখেন মমতা ব্যানার্জি। এরপর সব ফুটবলারদের সম্বর্ধনা জানান।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলা ভারত সেরা হয়েছে, আমি গর্বিত। কথায় আছে  সব খেলার সেরা বাংলার ফুটবল। প্রমাণ করে দিয়েছে মোহনবাগান। সারা দেশ আজ গর্বিত বাংলার জন্য। আগামী দিনে বিশ্বকাপ আসবে বাংলার হাত ধরে সেই কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, মোহনবাগান কেন ব্রাজিলের সঙ্গে খেলবে না? কেন পোল্যান্ডের সঙ্গে খেলবে না?  বিশ্ব জয় করতে হবে একদিন, জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, আমার মা মোহনবাগানের খেলা হলেই কালী বাড়িতে পুজো দিতে যেতেন। আমাদের পুরো পরিবার ফুটবলের সঙ্গে যুক্ত। এদিন মোহনবাগান তাঁবুতে গিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারাও।

Comments are closed.