করোনা আবহে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুজোর সাজে সেজে উঠেছে নবান্ন সভাগৃহ

এই বছরও ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন থেকে রিমোটে পুজো বহু পুজোর উদ্বোধন করবেন তিনি।

নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে প্রায় দুহাজার পুজো উদ্বোধনের চিঠি জমা পড়েছে। সেই চিঠি থেকে বাছাই শুরু করেছেন মমতা। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন মমতা ব্যানার্জি নিজেই। জানা গেছে, মুখ্যমন্ত্রী জেলার সঙ্গে কলকাতার কয়েকটা বড় পুজোর উদ্বোধন করবেন ভার্চুয়ালি। নবান্ন সভাঘর থেকে পুজোর উদ্বোধন করবেন তিনি। তাই নতুন করে সাজানো হচ্ছে সভাগৃহ। পুরো বিষয়টি দেখাশোনা করছে তথ্য ও সংস্কৃতি দফতর। নবান্নের সভাগৃহ সাজিয়ে তুলতে রাখা হয়েছে ঢাকিদের। ধুনুচি নাচেরও ব্যবস্থা করা হয়েছে। মঞ্চের চারদিকে দেখা যাবে জ্বলন্ত প্রদীপ। রাখা থাকবে মঙ্গলঘট। চাঁদমালা, আম্রপত্র, শঙ্খ, কাঁসর দিয়ে সাজানো হবে মঞ্চ। শরতের নীল আকাশ আর শিউলি ফুল দেখা যাবে মঞ্চে।

ভার্চুয়ালি পুজো উদ্বোধন করার সময় বিভিন্ন টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। জেলার পাশাপাশি কলকাতা এবং আশপাশের বেশ কয়েকটি বড় পুজোর উদ্বোধন করবেন ভার্চুয়াল মাধ্যমেই।

Comments are closed.