CBSE-এর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল। এবার ছাত্রছাত্রীদের মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। ফল প্রকাশের পরেই দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটি টুইট করে তিনি লেখেন, আমাদের কৃতকার্য ছাত্র এবং CBSE পরীক্ষার র‌্যাঙ্ক-হোল্ডারদের অভিনন্দন জানাই। অভিভাবক, শিক্ষক, বিদ্যালয়গুলিকেও ধন্যবাদ। যারা প্রত্যাশা মতন ফলাফল করতে পারেনি, তাঁদের অবশ্যই ভবিষ্যতে আরও ভাল ফল করার সংকল্প করতে হবে।

শুক্রবার সকালেই প্রকাশিত হয় সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অথবা সিবিএসইর দ্বাদশ শ্রেণির ফলাফল। এবছর পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১৫ লক্ষ পরীক্ষার্থী। এবার ছাত্রছাত্রীদের মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। ছাত্রীদের ক্ষেত্রে পাশের হার ৯৪.৫৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৯১.২৫ শতাংশ। তবে এই বছরে পাশের হার ২০২০ সালের থেকে ভালো হয়েছে। ২০২০ সালে ৮৮.৭৮ শতাংশ পাশের হার এসেছিল। এই বছরে সিবিএসই দ্বাদশ শ্রেণিতে ৯২.৭১ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে।

Comments are closed.